বাবার কঠিন অসুখ। আত্মীয়, বন্ধুবান্ধব সকলেই কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন। কীভাবে হবে চিকিৎসা? গিটার হাতে রাস্তায় নেমে পড়েছেন দুই ভাই। পার্কস্ট্রিটের ফুটপাতে গান গেয়ে টাকা জোগাড় করছেন তাঁরা।
দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা শৌভিক ও শুভম। সন্ধেবেলা শহরের একটি ডিস্কোতে গান গাইতেন তিনি। লকডাউনে সময়ে কাজ হারিয়েছেন তিনি। এখন পারফর্ম করে বেড়ান বিভিন্ন জায়গায়। রোজগার তেমন আহামরি নয়। ভাই শুভম সেন্ট জেভিয়ার্স কলেজে বিকম তৃতীয় বর্ষের ছাত্র।
শৌভিক-শুভমের বাবা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। বয়স সত্তরের কোঠায়। কিডনির অসুখে আক্রান্ত তিনি। শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে, ডায়ালিলিস করতে হয়, তাও আবার সপ্তাহে ৩ বার! চিকিৎসার খরচ সামলাতে হিমশিম অবস্থা পরিবারের। বিপদের সময়ে পাশের থাকার আশ্বাস দিয়েছে আত্মীয়, বন্ধুরা, কিন্তু আর্থিক মেলেনি!
প্রতিদিন সকালে ঠাকুরপুকুরে বাড়ি থেকে বাইকে চেপে বেরিয়ে পড়েন দুই ভাই। ভাইকে কলেজে পৌঁছে দিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন শৌভক। এরপর কলেজ শেষে তাঁরা চলে আসেন পার্কস্ট্রিটে ফুটপাতে। কেন?পার্ক হোটেলের গাড়ির বারান্দার নিচে দাঁড়িয়ে গান গাইতে থাকেন দু’জনে। সামনে জুতো বাক্স সাদা কাগজে মুড়ে তৈরি করা ডোনেশন বক্স। কাজের দিনে তেমন রোজগায় হয় না। তবে সপ্তাহান্তে বা ছুটির দিনে জোগায় হয়ে যায় কাঙ্খিত অর্থ।