পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে। তার মধ্যে রাজ্যে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যেদিন বাংলা ছাড়ছেন সেই বৃহস্পতিবারই রাজ্যে পা রাখছেন সংঘপ্রধান। পাঁচ দিনের সফরে তিনি রাজ্য আছেন। আর এই সফরে তাঁর যেমন একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে তেমনি সামাজিক বিশিষ্টজনদের সঙ্গেও দেখা করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এছাড়াও ২৩ জানুয়ারি জনসভা করবেন তিনি।
আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পাঁচ দিনের সফরে এসে ২৩ শে জানুয়ারি পর্যন্ত শহরে থাকার কথা তাঁর। এই পাঁচদিনের মধ্যে দফায় দফায় রয়েছে সাংগঠনিক বৈঠক। রয়েছে শহীদ মিনারে জনসভাও। ২৩ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে শহীদ মিনারে জনসভা করবেন সংঘ প্রধান। এই জনসভায় রাজ্য বিজেপি নেতারা উপস্থিত থাকবে বলে সূত্রের খবর।
২০, ২১, ২২ জানুয়ারি সংগঠনের কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন আরএসএস প্রধান। মূলত কলকাতা এবং হাওড়ার কর্মীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর।
পঞ্চায়েতে ভালো ফল করতে মরিয়া বঙ্গ বিজেপি। তাই নির্বাচনের আগে রণকৌশল তৈরি করতে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন রাজ্যে। কিন্তু জনসংযোগ বাড়ানোর জন্য বিজেপির অন্যতম সহায় বরাবর আরএসএস। যদিও সংঘের পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী সংঘ প্রধান মোহান ভাগবত কলকাতায় আসছেন। তবু পঞ্চায়েত নির্বাচনের আগে মোহন ভাগবতের রাজ্যে আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।