এবার অষ্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা। মন্দিরের দেওয়ালে স্প্রে করে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান লেখে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও একাধিক আগ্রাসী স্লোগান লেখা হয়। ঘটনায় খালিস্তানি জঙ্গিদের দিকে আঙুল উঠেছে।
মেলবোর্নের উত্তরপ্রান্তে মিলি পার্ক এলাকায় অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দির। জানা গিয়েছে, মন্দিরের সামনে গিয়ে একদল যুবক চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপর স্প্রে দিয়ে দেওয়ালে বিভিন্ন রকমের স্লোগান লেখা হয়। তারমধ্যে অন্যতম ‘হিন্দুস্তান মুর্দাবাদ।’ তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও একাধিক আগ্রাসী স্লোগান লেখা হয় মন্দিরের দেওয়ালে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু কাউন্সিলের মুখপাত্র মাকরান্দ ভগবত বলেছেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মন্দিরে বহু মানুষ প্রার্থনার জন্য আসেন। আমরা আবেদন করব সবাই যাতে শান্তি বজায় রাখেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাও স্থানীয় প্রশাসনের দেখা উচিত।’
অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সাংসদ এভান মুলহোল্যান্ড বলেছেন, ‘কোনও ধর্মীয় স্থানে এই ধরনের হামলা বরদাস্ত করা যায় না। আশা করব মেলবোর্ন পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীদের খুঁজে বের করবে।’ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করার খবর মেলেনি।