পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত। ফের হিন্দু মেয়েকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ সামনে এল।
সিন্ধু প্রদেশের তন্দলিহার এলাকার হিন্দু নাবালিকা সবিতা মেঘওয়ারকে অপহরণ করে মুশতাক ভাট্টি নামে এক যুবক। সবিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তেমন কোনও উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ।
এর কয়েকদিন পরই সবিতাকে জনসমক্ষে আনা হয়। বলা হয় যে সবিতা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুশতাককে বিয়ে করেছেন। এমনকি মুশতাক দাবি করে যে সবিতা আসলে সাবালিকা এবং তাঁর পিতামাতার বলা বয়স সঠিক নয়। সবিতার পরিবারের অভিযোগ, পুলিশ অপহরণকারীর কথা মেনেই কোনও ব্যবস্থা নেয়নি।
এমন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী থেকে শুরু করে হিন্দু অধিকার রক্ষায় সক্রিয় কর্মীরা। তাদের অভিযোগ, কিভাবে একজন নাবালিকাকে ধর্মান্তরিত করা হতে পারে। অপহরণের অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করতে কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু তরুণী ও নাবালিকা মেয়েদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা এবং তারপর অপহরণকারীর সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। প্রতি বছর শত শত হিন্দু তরুণীকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়। আবারও তেমনই ঘটনা সামনে এল।