বিরোধীদের টাইট দিতে চোখে লঙ্কা গুঁড়ো ছোঁড়ার নিদান দিলেন তৃণমূল নেত্রী। গাছে বেঁধে চণ্ডীপাঠ পড়াবে মানুষ বলেও মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শাসক-বিরোধী বাকযুদ্ধে পঞ্চায়েত সরগরম মালদার রাজনীতি।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি ছিল বড়োই গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে সভামঞ্চ থেকে প্রকাশ্যে একের পর এক বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রীরা। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আগামী ১৮ তারিখ মালদা জেলায় চন্দ্রিমা ভট্টাচার্য আসছেন। আজ এখানে তার প্রস্তুতি সভা ছিল।
ঠিক কী বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী? এখানের সভা থেকে সুর সপ্তমে চড়ানো হয়। ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুজাতা সাহা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন আসছে। এখন বিজেপি ঘর থেকে বেরিয়ে আসবে। সিপিএম, কংগ্রেসও বলতে ছাড়বে না। যখন বিরোধী নেতারা আমাদের বিরুদ্ধে বলতে আসবে, ভুল ধরাতে আসবে তখন ওদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবেন।’ এই মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে।
সরাসরি হঙ্কার দিয়েছেন সুজাতা সাহা। তাঁর কথায়, ‘দল কখনও কাউকে দুর্নীতি করতে বলেনি। কাজ করতে গেলে একটু ভুল হতেই পারে। কাজ করতে গেলে ভুল হয়। যাঁরা কাজ করবে না, হাত পা গুটিয়ে বসে থাকবে তাঁদের তো ভুল হবে না। এখন পঞ্চায়েত নির্বাচন আসছে। আর এখনই আমাদের ভুলগুলি ধরিয়ে ওরা দেখাবে তৃণমূল এই করেছে, ওই করেছে। যখন বিরোধী নেতারা আমাদের বলতে আসবে তখন ওদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবেন। প্রয়োজনে গাছে বেঁধে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রকল্পে কত ভাল কাজ হয়েছে তা ওদের বুঝিয়ে দেবেন।