মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন অমর্ত্য সেন। এবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বোমা ফাটালেন। নোবেলজয়ী অর্থনীতিবিদের কথায়, ‘সিএএ লাগু হলে মুসলিমরা গুরুত্ব হারাবেন। তাঁরা নানা সমস্যার মুখেও পড়তে পারেন। প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে বেশি গুরুত্ব পাবেন হিন্দুরা’।
অর্থনীতিবিদ অমর্ত্য় সেন জানিয়েছেন, আমি যেটুকু বুঝতে পারছি (সিএএ লাগু করার পেছনে) বিজেপি মূল লক্ষ্যটা হল সংখ্যালঘুদের ভূমিকাটিকে কমিয়ে ফেলা। তাদেরকে গুরুত্বহীন করে দেওয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এটা করা হচ্ছে। এর সঙ্গেই হিন্দু সংখ্যাগুরুদের ভূমিকাকে বৃদ্ধি করা হচ্ছে। সেই সঙ্গেই সংখ্য়ালঘুদের ভূমিকাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
২০১৯ সালের ১১ ডিসেম্বর পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করা হয়েছিল। এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘুদেরও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তবে এখনও এই আইন প্রয়োগ করা হয়নি।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন জানিয়েছেন, ভারতের মতো একটি দেশ যেটিকে ধর্মনিরপেক্ষ বলে গণ্য করা হয় সেখানে এটা খুব দুর্ভাগ্যজনক। কাউকে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করার ক্ষেত্রে অত্যন্ত একপেশে ভূমিকা নেওয়া হচ্ছে। আসলে এটা অত্যন্ত খারাপ মতলবে করা হচ্ছে।