রাজ্যে একাধিক ইস্যুতে উঠছে দুর্নীতির অভিযোগ। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য হাজির হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলও। সম্প্রতি আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পরে রাজ্যে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। আবাস যোজনার অধীনে থাকা একটি বাড়ি দেখে তিনি হঠাৎই একটি প্রশ্ন করেন। প্রশ্নটির পরিপ্রেক্ষিতে আগত জবাবটি শোনার পরেই তিনি দিলেন ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া।
ঘটনাটি গত শুক্রবারে। ওইদিন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল হাজির হন কৃষ্ণনগর-১ এবং ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেদিন তিনি এলাকা পরিদর্শন করতে বেরোলে বহু মানুষ তার কাছে অভিযোগ তুলে ধরেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্তারাও। এরমধ্যে তিনি চলতে চলতে পরিমল ব্রহ্মা নামক এক ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন।
দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেন, “কবে বাড়ি পেয়েছেন? ” কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নের জবাবে উত্তর আসে, “দেড় বছর আগে”। তারপরেই তাঁর নজর যায় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ লেখা জায়গাটির উপরে। তিনি লেখাটিকে কেন্দ্র করে প্রশ্ন করেন, “এ লেখা কবে লেখা হয়েছে? ” তাঁর এই প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের কর্তারা বলে ওঠেন, “দেড় বছর আগে”। তারপরেই মন্ত্রীর পাল্টা প্রশ্ন, “দেড় বছরের পুরনো লেখা এত চকচক করে? ” এরপরেই তাঁর প্রতিক্রিয়া, “আমি সব বুঝি। যেখানে বলার বলে দেব”।