দাপুটে ব্যাটিং বাংলার রিচা ও অধিনায়ক শেফালির, বিশ্বকাপে আমিরশাহীকে উড়িয়ে দিল ভারত

অনূর্ধ্ব- ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (Under 19 T20 World Cup) ভারতের দাপট অব্যাহত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিলেন ভারতের মেয়েরা। পরের ম্যাচেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন শেফালি ভার্মারা। ১২২ রানের ব্যবধানে জয় পেয়ে গ্রুপের শীর্ষে উঠে এল ভারত। সুপার ১২তে ওঠার দৌড়েও অনেকটাই এগিয়ে রইলেন রিচা শর্মারা। দুরন্ত হাফসেঞ্চুরি করে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক শেফালি। তারপর বোলারদের দাপটে বিপক্ষ ব্যাটিংকে ধরাশায়ী করে ফেলে ভারত। অলরাউন্ড পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরশাহী।

সোমবারের ম্যাচে টসে জিতে বোলিং করে আরব আমিরশাহী। তবে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ভারত। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সিনিয়র ক্রিকেটে ইতিমধ্যেই পরিচিত নাম শেফালি ভার্মা (Shafali Verma)। নিজের স্বভাবোচিত ভঙ্গিতেই এদিন ইনিংস শুরু করেন ভারত অধিনায়ক। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ রানে থামতে হয় তাঁকে। ১২টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংসের সমাপ্তি হয় নবম ওভারে।

অধিনায়ক ফিরে গেলেও ভারতীয় ব্যাটিংয়ের তাণ্ডব থামেনি। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন বঙ্গকন্যা রিচা ঘোষ। তবে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি ফস্কান তিনি। ২৯ বলে ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ের যোগ্য সঙ্গত করেন ওপেনার শ্বেতা শেরাওয়াত। ৪৯ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারের শেষে ২১৯ রান তোলে ভার‍ত।

ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্সের পর ভারতীয় বোলারদের কাজটা বেশ সহজ হয়ে গিয়েছিল। সেভাবে উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন তিতাস-পার্শবীরা। কুড়ি ওভার ব্যাট করলেও টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারেনি আরব ব্যাটাররা। মাত্র ৯৭ রানেই আটকে যান তাঁরা। বিপক্ষের পাঁচটি উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ ডিতে শীর্ষে রয়েছে ভারত। পরের ম্যাচে শেফালিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেখানেও একইভাবে দাপটের সঙ্গে জিতবে ভারত, আশাবাদী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.