তৃণমূল নেতাদের মদতে বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রোমোটারদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া চৌধুরী বাগান এলাকার৷ রাতারাতি পুকুর ভরাট নিয়ে স্থানীয় বাসিন্দারা গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছে। বাসিন্দাদের দাবি, এ ব্যাপারে অভিযোগ জানানোর পরেও পুলিশ এখন কাউকে গ্রেফতার করেনি।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতে প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির পুকুর ভরাট করেছে স্থানীয় প্রোমোটাররা। রবিবার পুকুর ভরাট বন্ধ করার আবেদন জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা৷ স্থানীয়রা জানিয়েছেন, চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় চাঁদপাড়া ঠাকুরনগর সড়কের পাশে দীর্ঘ কয়েক দশক ধরে চৌধুরী বাগান এলাকায় চৌধুরীদের পুকুর নামে ওই দীর্ঘ জলাশয়টি রয়েছে৷ পুকুরের চওড়া পাড়ও হয়েছে৷ স্থানীয়রা সেই পুকুরে স্নান করে এবং এলাকার জল সব ওই পুকুরে জমা হয়৷ স্থানীয়রা দেখেন বুধবারের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। মাটি এনে ভরাট করা হচ্ছে পুকুরের এক অংশ।
বাসিন্দাদের বক্তব্য, বর্ষাকালে এই এলাকার জল সব ওই পুকুরে যায়৷ ভরাট হয়ে গেলে এলাকার জল নিকাশের সমস্যা বাড়বে।
বিজেপি নেতা চন্দ্রকান্ত দাসের অভিযোগ, শাসক দলের নেতাদের মদতেই প্রোমোটাররা এই ভরাট করছে৷ চৌধুরী বাগান সহ চাঁদপাড়ার বিভিন্ন এলাকায় চলছে পুকুর চুরির কাজ৷
অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, “আমরা পুকুর ভরাটের বিপক্ষে৷ যদি বেআইনি কাজ হয়ে থাকে প্রশাসনকে অবশ্যই বন্ধ করতে হবে ৷ বিরোধীরা বিরোধীদের অভিযোগ করে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই৷ এ বিষয়ে জমির মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷