স্থান কেরল। সরকারি অনুষ্ঠান। সেখানেই জঙ্গি বোঝাতে একজনকে সাজানো হল মুসলিম পোশাকে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল চরমে। বলা হচ্ছে কেন জঙ্গি বলতে এভাবে কোনও বিশেষ সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হল? কার্যত চাপে পড়েই এনিয়ে এবার তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে সরকার।
আসলে মূল বিতর্কটা হল মুসলিম পোশাক পরে এক ব্য়ক্তিকে জঙ্গি হিসাবে উপস্থাপিত করা হয়। কেরলের কোঝিকোড়ে পাঁচ দিনের কেরালা স্কুল আর্টস ফেস্টিভ্য়ালে ওই স্টেজ শোটি হয়েছিল। তবে এই অনুষ্ঠানটি হওয়ার পরেই একাধিক মুসলিম সংগঠন এভাবে ইসলামিক পোশাক পরা কাউকে জঙ্গি হিসাবে দেখানোর বিরুদ্ধে সুর তোলা শুরু করেন। প্রতিবাদে সরব হন তারা।
তাঁদের দাবি, এভাবে কাউকে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। সিপিআইএম রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানিয়েছেন, পার্টি বা সরকার কোনও ধর্ম বা বিশ্বাসের বিরুদ্ধে কোনও অবস্থান নেবে না। সিপিএমের কোঝিকোড় জেলা সম্পাদকমন্ডলীর তরফেও এনিয়ে তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মালায়লাম থিয়েট্রিকাল হেরিটেজ অ্যান্ড আর্টস একটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে গানের সঙ্গে একটি স্টেজ শো করেছিল। তবে আগামী দিনে তাদের আর কোনও সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, একটি কমিটি ওই অনুষ্ঠানের বিষয়টি আগাম খতিয়ে দেখেছিল। কিন্তু মঞ্চে কী ধরনের পোশাক পরা হবে তা নিয়ে সেই সময় কিছু বলা হয়নি।