স্কুলে শিক্ষকের চাকরি। শিক্ষাগত যোগ্যতা এমএ, বিএড। কিন্তু বেতন মাত্র ৩ হাজার টাকা। মুর্শিদাবাদের ভগবানগোলার ওড়াহর হাই স্কুলের এমন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
নিয়োগ দুর্নীতি ইস্যুতে ধুন্ধুমার অবস্থা রাজ্যে। চাকরির দাবিতে পথে নেমেছেন বিক্ষোভরত শিক্ষকেরা, অন্যদিকে আদালতের নির্দেশে দুর্নীতিগ্রস্থ বা অন্যায় ভাবে প্রাপ্ত চাকরি খুইয়ে পথে বসছেন বহু স্কুল শিক্ষিক। এরই মধ্যে প্রকাশ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এহেন কাণ্ড।
স্কুল তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বড় বড় অক্ষরে লেখা স্কুলের ইতিহাস বিষয়ে যোগ্য শিক্ষক নিয়োগ হবে। মাসিক সাম্মানিক হিসাবে তাঁরা পাবেন ৩০০০ টাকা। পাশাপাশি চাকরিপ্রার্থীকে এমএ অথবা বিএড উত্তীর্ণ হতে হবে বলেও উল্লেখ রয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
সোশ্যাল মিডিয়ায় স্কুলে বিজ্ঞপ্তির সেই ছবি সামনেই আসতেই ঝড় উঠেছে। বিক্ষপ্তিতে রয়েছে স্কুলের সিলমোহর। পাশাপাশি বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে সপ্তাহে ৫ দিন ক্লাস নিতে হবে। এত কম বেতনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা কী আদৌও যুক্তিযুক্ত? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
রাজ্যের শিক্ষক সমাজের কী পরিণতি হতে চলেছে? সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কিছুজন আবার এই শিক্ষকের পদ কে ‘সিভিক শিক্ষক’ বলেও বিদ্রুপ করেছেন। অনেকে আবার লিখেছেন ‘এর থেকে মানুষের বাড়িতে কাজ করা ঢের ভালো ‘।