এবার পাল্টাতে চলেছে ইউপিএ আমলের প্রকল্পের নাম। উক্ত প্রকল্প ঘোষণা করা হয়েছিল মনমোহন সিং-এর জমানায়। সেই প্রকল্পেরই নাম পরিবর্তিত হতে চলেছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের এই দাবি, এই সিদ্ধান্তের ফলে প্রায় কোটি কোটি গরীব মানুষ উপকৃত হবেন।
ইউপিএ সরকারের আমলে চালু হয়েছিল জাতীয় খাদ্য সুরক্ষা আইন। এই আইনই এবার বিজেপি সরকারের প্রকল্পের সঙ্গে মিলিত হয়ে পরিচিত পাবে ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ নামে। সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, এই প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা’ হওয়ার কথা ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছানুসারেই নাম ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ নামকরণ করা হয়।
‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’-এর অধীনে প্রায় ৮১ কোটি গরীব মানুষ বিনামূল্যে রেশন পাবেন বলে দাবি করা হয়েছে। ২০২২ সালের শেষ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বৈঠকে ঠিক করা হয় যে, করোনার আবহে শুরু করা বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়ার প্রকল্পে এবার ইতি টানা হবে। কিন্তু, এই বৈঠকের ১৯ দিনের মাথাতেই বড়ো সিদ্ধান্ত নিল মোদী সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে যেখানে ৩ টাকা কেজি করে চাল ও ২ টাকা কেজি করে গম দেওয়া হচ্ছিল। সেখানেই এবার ইউপিএ আইনে সঙ্গে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনাকে মিলিয়ে খাদ্যশস্যগুলো এবার বিনামূল্যে দেওয়া হবে।