চলতি সপ্তাহে বৃহস্পতিবারে কালে সিমলা স্ট্রিটে জন্মতিথিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি উপস্থিত থেকে বর্তমানের রাজ্যের শিক্ষা ব্যবস্থার হালে প্রশ্ন তুলে রাজ্যের শাসকদলকে কটাক্ষের তীরে বিঁধলেন তিনি। এদিকে, তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই আবার পাল্টা জবাব দিলেন শশী।
শুভেন্দু বলেন, “স্বামীজি শিক্ষার এই হাল দেখলে রাজ্য থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্য বা দেশে আশ্রয় নিতেন। এরাজ্যের শিক্ষাব্যবস্থার যা হাল হয়েছে। গোটা শিক্ষা দফতরটাই জেলের ভিতরে”। এরপরে তৃণমূল নেতদের কটাক্ষ করে তাঁর আরও সংযোজন, “এবার প্রথম দেখলাম স্বামীজির জন্মভিটায় আসার রাস্তায় স্বামীজির ছবি ছোট। কার্বাইডে পাকানো নেতার ছবি বড়”।
এদিকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা জবাব দেন শশী পাঁজা। পাল্টা উত্তরে তিনি বলেন, “এঁদের বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর অধিকারই নেই। বিজেপি নেতার দীনতা দূর হোক। চৈতন্য হোক”।