পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঘটনায় বেশ কয়েকজন মহিলা ও পুরুষ জখম হয়ে ভর্তি হলেন মেদিনীপুর হাসপাতালে। আক্রান্তদের অভিযোগ, তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও তৃণমূল ব্লক সভাপতির অনুগামীরা আক্রমণ করেছে।
মঙ্গলবার কেশপুরের খেতুয়ায় তৃণমূলের একটি গোষ্ঠী পিকনিকের আয়োজন করেছিল। পিকনিকে থাকা তৃণমূলের অপর গোষ্ঠীর মধ্যে ওই দিনই তর্কবিতর্ক শুরু হয়েছিল। সেই বচসার জের থেকে বুধবার সকালে শাঁকপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফের তর্কবিতর্ক এবং হাতাহাতি শুরু হয়। গ্রামের বেশ কয়েকটি পরিবারের মধ্যে সংঘর্ষে জখম হন কয়েকজন গৃহবধূ ও যুবক। তাদের প্রথমে উদ্ধার করে ভর্তি করা হয় কেশপুর হাসপাতালে, পরে সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আক্রান্তদের পক্ষ থেকে যুবক নাজমুল হক বলেন, শিউলি সাহা কেশপুরে এলেই তার অনুগামীদের প্ররোচনা দিয়ে এ ধরনের সংঘর্ষ প্রায় ঘটিয়ে থাকে। আজকেও তাই হয়েছে। বিনা কারণে ওদের লোকজন এসে আমাদের লোকেদের উপর হামলা করেছে। এক গর্ভবতী গৃহবধূ সহ বেশ কয়েকজন মহিলা আক্রান্ত হয়েছেন। তাদের কেশপুর আনা হয়েছিল পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো আক্রমণটা ঘটিয়েছে শিউলি সাহা ও ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার লোকজন। আমরাও তৃণমূল কর্মী, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে বিশ্বাসী।
অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা। তিনি বলেন, এর সঙ্গে তৃণমূলের বা দলের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা। একদল লোকজন মিথ্যা অভিযোগ করে দলের বদনাম করার চেষ্টা করছে। পুলিশকে বিষয়টা দেখার অনুরোধ করেছি।