ইডেনে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অনিশ্চিত শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ বোলার দিলশান মদুশঙ্কা। মঙ্গলবার গুয়াহাটির ম্যাচে ফিল্ডিং করার সময় আঘাত পান বাঁহাতি জোরে বোলার। তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে।
আউট ফিল্ডে ঝাঁপিয়ে বল আটকাতে গিয়ে চোট পান মদুশঙ্কা। তাঁর ডান কাঁধের উপর পুরো শরীরের ভার পড়ে। ম্যাচের পর এক্স-রে এবং এমআরআই করানো হয়। তাতে দেখা যায় ২২ বছরের জোরে বোলারের ডান কাঁধের হাড় সরে গিয়েছে। তাঁর চোট পাওয়ার কথা বুধবার সরকারি ভাবে জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। একই সঙ্গে জানানো হয়েছে, মদুশঙ্কার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের মেডিক্যাল স্টাফরা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার কলকাতায় তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কিছু জানায়নি। যদিও শ্রীলঙ্কা দল সূত্রে খবর, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে তরুণ জোরে বোলারের খেলার সম্ভাবনা নেই। চোট পাওয়ায় প্রথম ম্যাচে তিনি ১০ ওভার বল করতে পারেননি। ৬ ওভার বল করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেন তিনি।
শুধু মদুশঙ্কার চোট নয়, দাসুন শনকার দলকে উদ্বেগে রেখেছে আরও এক ক্রিকেটারের চোট। মঙ্গলবারের ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই বলের আঘাতে ঠোঁট ফেটে যায় চামিকা করুণারত্নের। তাঁর উপরের ঠোঁটে তিনটি সেলাই করতে হয়। সেলাই নিয়েই প্রথম এক দিনের ম্যাচে খেলেন অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলতে করুণারত্নের খেলতে সমস্যা হবে না বলেই মনে করছেন সফরকারীরা। প্রথম ম্যাচে করুণারত্নে আট ওভার বল করে ৫৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। পরে ব্যাট হাতে করেছেন ২১ বলে ১৪ রান।
তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৭ রানে হেরেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ইডেনে সমতা ফেরানোর লক্ষ্যে নামবেন শনকারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই তাঁরা পাবেন না বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্রকে।