ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোচলতি বছরের মার্চ মাসে ভারত সফরে আসতে চলেছেন। দাবি করা হয়েছে যে, সেই সফরে ভারত ও ফ্রান্সের মধ্যে আরও ২৬টি রাফালের চুক্তি সম্পন্ন হতে পারে। আর ঠিক এই কারণেই ফ্রান্সের এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে।
এদিকে জানা গেছে যে, ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতে পা রাখার আগে ইতিমধ্যে ফ্রান্স সরকারের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন ভারতে এসে গেছেন। তিনি গত বৃহস্পতিবারে ভারতে মূলত ফরাসি প্রেসিডেন্টের সফরের তদারকি করার জন্য এসেছিলেন। তিনি আসার পরে দুই আলদা বৈঠকে অংশগ্রহণ করে তিনি এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্দোনেশিয়ার বালিতে জি২০-এর সম্মেলনে আয়োজিত হয়েছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য শক্তিশালী নেতারা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ম্যাক্রোর সাক্ষাৎ ঘটে। জানা গেছে, এই সাক্ষাৎ-এর কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানালে, ম্যাক্রোর ভারতে আসার কথা সুনিশ্চিত করেন ইমানুয়েল বন।