সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু মন্দির নির্মাণের শুরু থেকেই বার বার হুমকিও মিলেছে। একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠী অযোধ্যার রাম মন্দিরে বিস্ফোরণ ঘটানো এবং ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে। আরো একবার সেই হুমকি দিল আল কায়দা জঙ্গি গোষ্ঠী। একই সঙ্গে হিন্দু শাসন থেকে মুক্ত করার কথা বলে ভারতের মুসলিমদের আল কায়েদার নেতৃত্বে জেহাদ ঘোষণার আহ্বান জানিয়েছে এই জঙ্গি সংগঠন।
আল কায়দা তাদের জার্নাল গাজোয়া ই হিন্দের ডিসেম্বরের সংখ্যায় হুমকি দিয়েছে অযোধ্যায় নির্মিত রাম মন্দির ভেঙ্গে একটি মসজিদ তৈরি করা হবে। চলতি সপ্তাহে অনলাইনে এই ম্যাগাজিনটি প্রকাশিত হয়। ম্যাগাজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একাধিক কথা বলা হয়েছে। এমনকি আল কায়দা তাদের এই পরামর্শকে পাকিস্তানি সংস্থার প্রচার বলে উপেক্ষা না করার পরামর্শ দিয়েছে।
ভারতীয় মুসলিমদের জিহাদ কি সমর্থন করার আহ্বান জানিয়েছে এই জঙ্গি সংগঠন। ১১০ পৃষ্ঠার ম্যাগাজিনে সম্পাদকীয়তে আল-কায়েদা গোষ্ঠীর পক্ষ থেকে লেখা হয়েছে বাবরি মসজিদের ধ্বংসাবশেষের উপর যেভাবে রাম মন্দির তৈরি করা হচ্ছে সেভাবেই তা ভেঙ্গে ফেলা হবে এবং আল্লাহর নামে মূর্তির জায়গায় বাবরি মসজিদ পুর্ননির্মাণ করা হবে।
এছাড়াও ভারতেও ধর্ম নিরপেক্ষতাকে নরক বলে দাবি করে ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে বলা হয়েছে হিন্দু মুসলিম ঐক্যের স্লোগান একটি প্রহসন। তবে যে বিষয়ে চিন্তা বাড়ানোর তা হলো, ম্যাগাজিনে বলা হয়েছে আল কায়দা একটি জিহাদ যুদ্ধ করার পরিকল্পনা করছে যাতে সমগ্র ভারত উপমহাদেশ ইসলাম রাজ্যের অংশ হয়ে উঠবে এবং মূর্তি পূজা সেখানে নির্মূল করা হবে।