এ বার দিল্লি সফরে তিনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সঙ্গেও দেখা করবেন তা আগে নবান্ন সূত্রে বলা হয়নি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তা প্রথম জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছেও সাক্ষাতের সময় চেয়েছি।
সেই মোতাবেক আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ওই বৈঠক চলছে।
বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী কী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর তরফেই বা কী বলা হয় সেটাই দেখার।
তবে ঘরোয়া রাজনীতি এই বৈঠক নিয়ে ইতিমধ্যে টিপ্পন্নি ও মন্তব্য শুরু হয়ে গিয়েছে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতি মামলা নিয়ে সেটিং করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মোদীজি সেই কেস অমিত শাহ-র কাছে রেফার করে দিয়েছে।
একই ভাবে কটাক্ষ করেছেন বামেরাও।
তবে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা হল একটা সরকারের সঙ্গে আরেকটা সরকারের বৈঠক। এর মধ্যে কোনও রাজনীতি খোঁজা ঠিক হবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন, সেই সমন্বয়টাই দস্তুর।