চলতি সপ্তাহে বৃহস্পতিবারে হঠাৎ সিউড়ির ব্যাঙ্কে দেখা গেল সিবিআই হানা। জানা গেছে, সিবিআই-এর বিশেষ দল সিউড়ির কো-অপারেটিভ ব্যাঙ্কে আচমকাই পৌঁছে যায়। সেখানে গিয়ে তল্লাশি শুরু করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যাঙ্কে বেনামে একটি নয়, দুটি নয়, ৫০টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে।
সিবিআই-এর দলের আধিকারিকরা তদন্ত শুরু করলে সিউড়ির কো-অপারেটিভ ব্যাঙ্কে থাকা ৫০টি বেনামি অ্যাকাউন্টে একজনেরই সই পাওয়া গেছে। আর সেই ব্যক্তির যোগসূত্র খুঁজে পাওয়া গেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে। সিবিআই-এর দাবি, উক্ত অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, সিউড়ির কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলোর সঙ্গে রাজ্যের খাদ্য দফতরের যোগসূত্র পাওয়া গেছে। এক্ষেত্রে, এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাহলে কি খাদ্য দফতরও যুক্ত রয়েছে কালো টাকা সাদা করার ব্যাপারে? এই তদন্তই এবার চলছে।