Amit Shah on Ram Temple: কবে শেষ হবে রাম মন্দির তৈরির কাজ, তারিখ জানিয়ে দিলেন অমিত শাহ

বাবরি মসজিদ স্থলে রাম মন্দির তৈরি শুরু হলেও তার শেষ হয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে কবে? এই প্রশ্নটা এখন বেশ পুরনো হয়ে গিয়েছে। ত্রিপুরায় নির্বাচনী প্রচারে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ত্রিপুরায় আজ এক নির্বাচনী সভায় শাহ বলেন, রাম মন্দির তৈরিতে বাধা দিয়েছিল কংগ্রেস ও সিপিএম। বিষয়টি আদালতে নিয়ে গিয়ে রাম মন্দিরের নির্মাণ বহুদিন দেরি করিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মোদীজি মন্দির তৈরি শুরু করেছেন। রাহুলবাবা শুনে রাখুন, আগামী  বছর ১ জানুয়ারি রাম মন্দির তৈরি শেষ হয়ে যাবে। 

বৃহস্পতিবার ত্রিপুরায় নির্বাচনী সভার সূচনা করলেন অমিত শাহ। গতকালইতাদের ৮৪ দফা রিপোর্ট কার্ড প্রকাশ করেছে ত্রিপুরা বিজেপি। পরদিনই প্রচার অভিযান শুরু করলেন শাহ। 

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন তাঁর সভায় বলেন, কাশ্মীরে পুলওয়ামা হামলার ১০ দিন পর ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে অভিযান চালিয়ে এসেছিল। মোদীজির আমল বলেই এমন পদক্ষেপ নেওয়া সহজ হয়েছিল। এরাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছে। এনিয়ে কোনও সন্দেহ নেই। 

উল্লেখ্য, আসপাশের ভবনগুলির উচ্চতাকে ছাড়িয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। উচ্চতায় এটি হবে প্রায় ৫০ মিটার। এটিকে দেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের পরিকাঠামো তৈরি করছে উত্তর প্রদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.