আজ নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। (Mamata Banerjee) ‌বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছের কথা জানান তিনি। ওইদিনই স্বরাষ্ট্র দপ্তরের সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছিল পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হবে।

লোকসভা ভোটে যে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে (Amit Shah) মূল টার্গেট করে একের পর এক কু-বাক্যের বন্যা বইয়া দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা তাঁরই এই দুই নেতার সাক্ষাত প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

বাংলায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান থেকে শুরু করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, সকলেই মমতাকে কটাক্ষ করছেন। তাদের দাবি, রাজীব কুমারকে বাঁচাতে এখন নিরুপায় হয়ে দিল্লি ছুটেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আবার দিল্লিতে (Delhi) বসেই আবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেছেন, “যে প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মানেন না, এবং কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে যাবেন বলেছিলেন। এখন তাঁর সঙ্গে দেখা করতে হচ্ছে ,এটাই বিজেপির জয়।”

তবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্য গোয়েন্দা প্রধান রাজীব কুমারকে নিয়ে যে মুখ্যমন্ত্রীর প্রবল উৎকণ্ঠায় রয়েছেন, তা তাঁর চোখে মুখে স্পষ্ট। সেই কারণেই কী তাই প্রথমে প্রধানমন্ত্রী ও পরে অমিত শাহের সাক্ষাৎ প্রার্থী হয়েছেন মমতা? সেই জল্পনার এখনও ইতি হয়নি। তবে বুধবারের পর আজ বিকেলে রাজধানীর রাজনৈতিক মহলের নজর থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে।

নীল রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.