আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের নয়া বাজেট। মোদী সরকারের সেই বাজেট পেশ হওয়ার আগেই প্রকাশ্যে এলো বড়ো খবর। এই খবর সাধারণ মানুষের জন্য খুশির খবরও বয়ে এনেছে বলে দাবি করা হয়েছে। কিন্তু, কী এই খবর?লO
মোদী সরকারের তরফে জানানো হয়েছে যে, ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের তরফে করা সমস্ত ঘোষণাই ইতিমধ্যে পূরণ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ইস্যুতে বিশেষরূপে বিস্তারিত তথ্যও পেশ করা হয়েছে বলে জানা গেছে। এও তথ্যতেই পেশ করা হয়েছে ২০২২ সালের বাজেটের অগ্রগতির হিসেব নিকেশ।
প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ২০২২ সালের বাজেটে মোদী সরকারের তরফে স্টার্টআপ সংস্থাগুলোকে কেন্দ্র করে একটি প্রস্তাব ঘোষণা করা হয়েছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল যে, স্টার্টআপ সংস্থাগুলোর অন্তর্ভুক্তির মেয়াদ বাড়ানোর হবে। এদিকে, প্রস্তাবিত সেই কথাই মোদী সরকার রেখেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্তর্ভুক্তির মেয়াদ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত অর্থাৎ আরও এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে করা টুইটে এই সংক্রান্ত পোস্ট করে ক্যাপশনে লেখা, “যা বলা হয়েছিল, করে দেখানো হয়েছে”।