ভারত ব্রিটিশ সরকারের হাত থেকে মুক্তি পায় ১৯৪৭ সালে। এরপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন চলছে ২০২৩ সাল। কিন্তু, এখনও হয়তো ভারতীয়দেরকে কেন্দ্র করে ব্রিটিশদের মানসিকতা এখনও বদলায়নি। স্বাধীনতার আগেও যেমন ভারতীয়দের লাঞ্ছনার শিকার হতে হতো ব্রিটিশদের কাছে। তেমনই স্বাধীনতার পরেও সেই চিত্রটা খুব একটা পাল্টাতে দেখা যায়নি। অন্তত এমনটাই জানা গেল সম্প্রতি প্রকাশ্যে আসা খবরের ভিত্তিতে।
ঘটনাটি ঘটেছে ভারতীয় অভিনেতা সতীশ শাহের সঙ্গে লন্ডনের হিথরো বিমানবন্দরে। জানা গেছে, তিনি ও তাঁর স্ত্রী উক্ত বিমানবন্দরে বিমান ধরার জন্য এগোচ্ছিলেন, ঠিক তখনই তাঁর কানে পড়ে বিমানবন্দরের দুই কর্মচারীর কথোপকথন। সেই কথোপকথন শুনেই তিনি দাঁড়িয়ে পড়েন। সতীশের কথায়, তাঁদেরকে ব্যঙ্গ করে দুই কর্মচারী কথা বলছিলেন, “এরা ফার্স্ট ক্লাসের টিকিট অ্যাফোর্ড করে কীকরে? ” এই কথা শুনে সতীশ যদিও চুপ থাকেননি। সেই উক্ত কর্মচারীদের মন্তব্যের যোগ্য জবাব দেন।
কিন্তু ঠিক কী বললেন তিনি? সতীশের টুইটার হান্ডেলের তরফে করা টুইটের ভিত্তিতে জানা গেছে, যে তিনি একম শান্ত মেজাজে জবাবে বলেন, “কারণ আমরা ভারতীয়”। উল্লেখ্য তাঁর এই টুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে সময় লাগেনি। টুইটটিকে কেন্দ্র করে নেটিজেনদের মন্তব্যে কমেন্ট বক্স উপচে পড়ার অবস্থা তৈরি হয়। অপরদিকে, এইসবের মাঝে টুইটটি ভাইরাল হয়ে গেছে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ সতীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।