আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। তার মধ্যে পরিস্থিতি
সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছেছে নবান্নে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়েছে কেন্দ্র।
চিঠিতে জানানো হয়েছে, পূর্ব মেদনীপুর ও মালদা জেলার জন্য দুটি দল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলায় আসবে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের আধিকারিক অনিল কুমার সিং এই চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রকের তরফে দুটি বিভাগীয় প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর এবং মালদা জেলার আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে যাবে। দুটি দলে তিনজন করে সদস্য থাকবে। পূর্ব মেদিনীপুরের জন্য তৈরি দলের নেতৃত্বে থাকবেন গ্রাম উন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার। এছাড়াও থাকবেন, সিনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার সুভাষ দ্বিবেদি। আর মালদা জেলার জন্য তৈরি দলের নেতৃত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিং এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফাসার গৌরব আহুজা।
সূত্রের খবর, ওই দুই প্রতিনিধি দল জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে দেখবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কতটা হয়েছে। কিভাবে হয়েছে তাও খতিয়ে দেখবেন তারা। যারা এই যোজনার সুবিধা পেয়েছেন তাদের যোগ্যতাও খতিয়ে দেখতে পারেন এই প্রতিনিধি দল। কোথাও কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেছে কিনা সেটা দেখার পাশাপাশি নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কিনা, কি ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে বাড়ি তৈরির কাজে তাও খতিয়ে দেখা হতে পারে।
দুই প্রতিনিধি দলকে যাতে রাজ্যের তারাফে যথাযথ সাহায্য করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। রাজ্য সরকার যেন সংশ্লিষ্ট দুই জেলার প্রশাসনিক কর্তাদের তথ্য-নথি দিয়ে প্রতিনিধি দলকে সাহায্য করার নির্দেশ আগে থেকেই দিয়ে রাখে তার কথাও বলা হয়েছে চিঠিতে।