আরও ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার পাকাপাকিভাবে তাঁদের বরখাস্ত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে বহাল রইল তাদের বেতন বন্ধের সিদ্ধান্তও। এর জেরে প্রাথমিকে পাকাপাকিভাবে বরখাস্ত হলেন মোট ১৯৬ জন।
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অবৈধভাবে নিয়োগের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬৮ জনকে চাকরি থেকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বরখাস্ত হওয়া প্রার্থীরা।
সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই মামলায় বরখাস্ত হওয়া প্রত্যেককে পক্ষ করতে হবে। সঙ্গে প্রত্যেকের বক্তব্য শুনতে হবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে। সেই মতো মামলা ফেরত আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেখানে প্রত্যেকের বক্তব্য আলাদা করে শোনেন বিচারপতি। যার পর বুধবার আরও ১৪৩ জনকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তে পাকাপাকি শিলমোহর দেন তিনি। এর আগে এই মামলায় ৫৩ জনকে পাকাপাকি বরখাস্ত করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।