অগ্নিদগ্ধ রাজ্যসভার সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক বাড়ি। অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সিপিএম-এর চক্রান্ত। বিজেপির অভিযোগ বাম আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবারে ত্রিপুরার উদয়পুর অবস্থিত বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে। এই সপ্তাহেই বুধবারে বিপ্লব দেবের বাবা হিরুধন দেবের স্মরণে একটি যজ্ঞ আয়োজিত হওয়ার কথা ছিল ওই বাড়িতে। কিন্তু, তাঁর আগেই বাড়িতে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে। যদিও, এই অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে, মঙ্গলবারে সন্ধ্যার কাছাকাছি সময়ে বিপ্লব দেবের আদি বাড়িতে কিছু দুষ্কৃতী হামলা চালায়। এই প্রসঙ্গে বিজেপি দাবি এই হামলা সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা করেছে। এই মামলায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করলে দিয়েছে বলে খবর।