প্রত্নতাত্ত্বিকরা তুরস্কের একটি পুরনো দুর্গ খনন করছিলেন। সেই খননকার্য চলাকালীন পাওয়া গেল কয়েকশো বছরের পুরনো মন্দিরের সন্ধান। প্রত্নতাত্ত্বিকদের অনুমান, উক্ত মন্দিরটি সম্ভবত রাজা মিনুয়ার সঙ্গে জড়িত। খননকার্য এখনও বন্ধ হয়নি বলে জানা গেছে। দুর্গের খননকার্য এখনও তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের অধীনে চলছে বলে খবর।
ঘটনাটি ঘটেছে পূর্ব তুরস্কের ভ্যান জেলায়। এই জেলাতেই ভ্যান মিউজিয়ামের তরফে খননকার্য চালানো শুরু হয়। এই খননকার্যেই ‘করজুট’ (Körzüt) নামক একটি মন্দির খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা। এঁদের দাবি, এই মন্দিরটির ইতিহাস রাজা মিনুয়ার সঙ্গে জড়িত। উক্ত মন্দিরটি রাজা মিনুয়া নির্মাণ করেছিলেন বলে দাবি প্রত্নতত্ত্ববিদদের।
জানা গেছে খননকার্যটি শুরু হয় তুর্কি সরকারের আর্থিক সহযোগিতা সহকারে ভ্যান ইউজুনকু ইল ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সাবাহাতিন আরদোয়ানের তত্ত্বাবধানে। সূত্রের খবর অনুযায়ী, ভ্যান জেলায় পাওয়া মন্দিরটি কর্বেলিং কৌশলে নির্মিত। এই মন্দিরের অন্দরে কিছু ধাতব নিদর্শন ও মধ্যযুগের বাসনপত্রের টুকরো পাওয়া গেছে। প্রসঙ্গত, মন্দিরটির পাশেই একটি কবরস্থানও পাওয়া গেছে। এই অবস্থায় বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেছেন আরদোয়ান।