ডেবরায় মহিলাকে মর্মান্তিক খুনের ঘটনায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ নাগাদ ওই মহিলাকে খুন করার অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে লিখিত অভিযোগ দায়ের হয় ডেবরা থানায়।
এদিন ভারতী ঘোষ নারী নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন তোলেন। তিনি বলেন, ডেবরা, সবং, পিংলাতে খুন ধর্ষণের মতো ঘটনা বেশ কয়েকবার ঘটেছে তার পুনরাবৃত্তি হল এই ঘটনা। নৃশংস এই ঘটনার প্রতিবাদে ডেবরা থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী।
ভারতী ঘোষ জানান, পশ্চিমবঙ্গে তৃণমূল দুর্নীতি, কাটমানি, পাথর, বোমা ছোড়াকে ব্র্যান্ড হিসেবে নিয়েছে। সরকারের যে কোনো দপ্তর দুর্নীতি পূর্ণ। দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ভারতী ঘোষ বলেন, যে এতদিন কি বাংলায় কোনো সুরক্ষা ছিল না, ৩৫০ জন নেতা মন্ত্রী যারা গ্ৰামে গিয়ে থাকবেন তাদের নিজেদের চরিত্রের ঠিক আছে তো? সুরক্ষা কবজের নাম করে বিরোধী দলকে ভয় দেখানোই তাদের মূল উদ্দেশ্য।