জোর করে ধর্মান্তকরণের অভিযোগ উঠল ছত্তিশগড়ে। এই অভিযোগের ভিত্তিতে ঘটল আরেক কাণ্ড। আরেক অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বলপূর্বক ধর্মান্তকরণের প্রতিবাদে আদিবাসীদের একটি গ্রুপ ছত্তিশগড়ের চার্চে করল হামলা। জানা গেছে, এই হামলার মাঝে আহত হয়েছেন স্থানীয় এসপি।
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরের বস্তারের নারায়ণপুর জেলায়। এই এলাকারই গোরা গ্রামে অভিযোগ উঠেছে সেখানে জোর করে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করা হয়েছে। এই অভিযোগের পাল্টা অভিযোগ ওঠে, এলাকার এক আদিবাসী দল অপর এক খ্রিস্টান আদিবাসী দলের উপর হামলা করে।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হলে লাঠি দ্বারা মাথায় আঘাত পান নারায়ণপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার। এই অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। উক্ত আহত এসপি-এর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এক আহত ব্যক্তি জানান, বলপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ তুলে হামলা শুরু হয় চার্চে। যদিও, অতিরিক্ত পুলিশ সুপার হেমসাগর সিদার সংঘর্ষের ঘটনার সঙ্গে ধর্মান্তকরণের অভিযোগ তুলতে অস্বীকার করেছেন।