‘শাহি ইদগাহ মসজিদে সমীক্ষা করা যাবে না’, কৃষ্ণ জন্মভূমি মামলায় আদালতে নয়া দাবি মুসলিম পক্ষের

মথুরার শাহি ইদগাহ মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার পাল্টা আবেদন দায়ের করল ইদগাহ পরিচালন সমিতি। তাদের দাবি, সমীক্ষা করা চলবে না।

ইদগাহ পরিচালনা সমিচির সচিব তথা আইনজীবী তনভির আহমেদ এই বিষয়ে বলেন, ‘আমরা সোমবার মথুরার অতিরিক্ত সিভিল জজের কাছে আবেদন করেছি এই সমীক্ষার নির্দেশের বিরুদ্ধে। আমরা সমীক্ষার সেই আদেশের বিরুদ্ধে আমাদের আপত্তির কথা দাখিল করেছি আদালতে। আদালতকে আমরা অবহিত করেছি যে ভুল তথ্য জানিয়ে আদালতকে বিভ্রান্ত করে আবেদনকারী (হিন্দু পক্ষ) সমীক্ষার নির্দেশ আদায় করে নেয়।’

হিন্দু পক্ষের আইনজীবী সন্দীপ শর্মা জানিয়েছেন, সমীক্ষার বিরোধিতায় দাখিল করার আবেদনের কোনও কপি তাদের হাতে এসে পৌঁছায়নি।

হিন্দু পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল জজ সিনিয়র ডিভিশন বিতর্কিত স্থানের সমীক্ষার আদেশ জারি করেছিলেন গত মাসে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারি। সেদিনই সমীক্ষার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতের তরফে।

গতবছরই বারাণসীর জ্ঞানবাপী মসজিদে এই ধরনেরই এক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই একই ধরনের একটি সমীক্ষা হতে চলেছে মথুরার ইদগাহ মসজিদে। আবেদনকারীদের দাবি, শাহি ঈদগাহ মসজিদের ভেতরে ওম, স্বস্তিক এবং শেষনাগ সহ হিন্দু ধর্মের অবশিষ্টাংশ এখনও রয়েছে যা প্রমাণ করতে পারে যে এটি মূলত ঠাকুর কেশব দেব মন্দির ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.