“আবাস যোজনার দুর্নীতি শিক্ষক নিয়োগ এর চেয়ে বড় স্ক‍্যাম,” বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

আবাস যোজনার দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতির চেয়ে বড় স্ক‍্যাম বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। আবাস প্লাস প্রকল্পে যে হারে দুর্নীতি করেছে তৃণমূল নেতারা তার জন্য বঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিকারের নিদান দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বাঁকুড়া সাংগঠনিক জেলার সিমলাপালে আবাস যোজনার বঞ্চিত মানুষের কথা শোনার জন্য গিয়ে তাদের ক্ষোভের কথা শুনে বলেন, তৃণমূল নেতাদের উত্তমমধ্যম দিলেই সব ঠান্ডা হবে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি বেরিয়ে আসছে তাতে মনে হচ্ছে এই কেলেঙ্কারি শিক্ষক নিয়োগ দুর্নীতির চেয়েও বড় স্ক্যাম। তিনি বলেন, তৃণমূল নেতারা মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে রাজ্যের বলে প্রচার করছে। এবার পঞ্চায়েত নির্বাচন আসছে। গ্রামে গ্রামে গিয়ে তারা বলছে, এই দেখ দিদি বিনা পয়সায় র‌েশন দিচ্ছে, বাড়ি দিচ্ছে। এর একমাত্র ওষুধ হচ্ছে উত্তমমধ্যম দেওয়া। এরকম ধোলাই দিলে সব ঠিক হয়ে যাবে, সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, উত্তমমধ্যম পেলে অন্তত এরকম মিথ্যা কথা বলাটা বন্ধ হবে।

তারপরই তিনি বলেন, মানুষ তৃণমূলের উপর তিতিবিরক্ত হয়ে আছে। গ্রামে গেলেই শাসক দলের নেতারা টের পাবেন। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করে পাঠিয়েছে, আর সেই অর্থ তৃণমূল নেতারা আত্মসাৎ করছে। তাদের কর্মীরাও ওদের উপর ক্ষিপ্ত হয়ে আছে। ভয়ে কেউ কিছু বলতে পারছে না। আমরা মানুষকে অভয় দিয়ে বলেছি এই দুর্নীতির মূলে রয়েছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। আসন্ন ত্রিস্তর নির্বাচনে নির্ভয়ে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিজেপি একটি সুশাসনের পঞ্চায়েত উপহার দেবে। আবাস যোজনা প্রকল্পে যে হারে দুর্নীতি হয়েছে এর প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে সিবিআই তদন্তেরও দাবি করেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী ডা: সুভাষ সরকারের এই বিস্ফোরক মন্তব্যের জবাবে তৃণমূলের বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলক মুখার্জি বলেন, বিজেপি একটি ধংসাত্মক সাম্প্রদায়িক দল। মানুষ ওদের ছুড়ে ফেলে দেবে। একজন শিক্ষামন্ত্রী হয়ে উনি যে মন্তব্য করছেন তার দায় ওনাকে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.