একটি পাটের গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক এলাকাজুড়ে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারইয়ের মণিপাড়া এলাকায়। গোডাউনে থাকা পাট সহ দুটি লরি পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনি ও দমকলের ২টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে দুটি দমকলের ইঞ্জিনে নিয়ন্ত্রন করা সম্ভব না। পরবর্তী কালে রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে দমকলের অতিরিক্ত ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌছয়। মোট ৬টি দমকলের ইঞ্জিন এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের সোহারই মোড়ে মণিপাড়াতে পোখরাজ সিন্ধ্রি নামে এক ব্যক্তির পাটের গোডাউন ছিল। সোমবার রাতে হঠাৎই ওই পাটের গোডাউনে আগুন লেগে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে প্রচুর টাকার মজুতকরা পাট পুড়ে ছাই হয়ে যায়। রাতভোর দমকলের মোট ছয়টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন আশেপাশে বাটিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।