মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ফেসবুকে তাঁর কন্য়া রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”।
দীর্ঘদিন ধরেই সঙ্গীত জগতের বিভিন্ন কৃতিদের গুরু তিনি। জানা গিয়েছে গত ২১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর অবস্থার অবনতি হয়। সোমবার তাঁকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বলেও জানা গিয়েছে। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী। মঙ্গলবার ভোড় ৪.৩০ মিনিটে মৃত্যু হয় তাঁর।
তাঁর ছোট মেয়ে শ্রাবনী সেনের সঙ্গেই বালিগঞ্জে থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়ানে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।