তোমার চুলকোচ্ছে? সেলিকল লাগাও

‘তোমার চুলকোচ্ছে? সেলিকল লাগাও’

মজা লাগছে দেখে
যে, সুপ্রিম কোর্ট নোটবন্দীকে ক্লিনচিট দিলেও, ল্যুটিয়েনস দিল্লী আর মাওসন্তানদের তাতে ঘোর আপত্তি! ওদের মতো আইন আর কেউ বোঝে না কিনা!

আরও মজা লাগছে দেখে
যে, বেদানাবাজার এই বাজারে নেমে পড়েছে বি ভি নাগরত্নাকে হাতিয়ার করে। ড্যামেজ কন্ট্রোল করতে যে রাস্তাটা নেওয়া দরকার ছিল আর কি!
কেমন? না, বিচারপতি নাগরত্না নোটবন্দীকে ‘বেআইনি’ বলে ‘মত’ দিয়েছেন। ঘটনাচক্রে, নোটবন্দী মামলাটি যে সাংবিধানিক বেঞ্চের আওতায় ছিল, বি ভি নাগরত্না তার একজন সদস্যও বটেন! অতীতেও তাঁকে এমনতরো কাজ করতে দেখা গেছে। যাতে, ল্যুটিয়েনস দিল্লীর ছাপ অতি স্পষ্ট! সংবিধান ও তার আইনি দিক বিষয়ের একজন বড়ো বিশেষজ্ঞা হিসাবে নাগরত্না পরিচিতি নাম।

এর থেকেও মজার বিষয় আছে!
সেটা হ’ল, বেদানাবাজার মোটামুটি ঘোষণা করে দিয়েছে যে ২০২৭ সালে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন বি ভি নাগরত্না।

এর মধ্যে গঙ্গা দিয়ে ভালোই জল বইবে!

শুধু একটা কথাই বলার ছিল!
অর্থনীতিটা যাঁরা জানেন, যাঁরা বোঝেন কিংবা চর্চা করেন, তাঁরা জানেন যে,

২০১৬ সালে নোটবন্দীটা না হ’লে
২০২০ থেকে এখনও পর্যন্ত (আগামীতেও চলবে! কতদিন কেউ জানে না) আশি কোটি মানুষের মুখে প্রায় মিনি মাগনায় খাদ্য তুলে দেওয়াটা সম্ভব হত না!

এত মানুষের আশীর্বাদ কুড়োনো কম কথা নয়!

বেশী ভেঙে বলার দরকার নেই! নোটবন্দীর বিভিন্ন দিক আছে।

“বুঝ মন যে জানো সন্ধান!”
কথা হ’ল, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে!
গল্প ওখানে শেষ!

তোমার চুলকোচ্ছে?
সেলিকল লাগাও!

????????????????????????????????????

বয়কটচাটামিডিয়া

একজোট!

© সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.