ভুল মানচিত্র প্রকাশ! ‘ভারতে ব্যবসা করতে হলে দ্রুত ভুল শোধরান’, হোয়াটসঅ্যাপকে হুঁশিয়ারি কেন্দ্রের

union minister warns whats app for publishing wrong map of the country on new years greetings

রাইজিং বেঙ্গল নিউজ ব্যুরো: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছিল হোয়াটসঅ্যাপ। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মানচিত্র দেখানো হয় ভিডিওতে। অভিযোগ, এই ভিডিওটিতে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে।

জানা গেছে, মানচিত্রে জম্মু-কাশ্মীরের একাংশকে দেখানো হয়নি। হোয়াটসঅ্যাপের এই টুইট প্রকাশ্যে আসার পরে এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান দেশের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ফেসবুকের মূল সংস্থা মেটার নিয়ন্ত্রণাধীন ম্যাসেজিং সংস্থার উদ্দেশ্যে মন্ত্রীর হুঁশিয়ারি ভারতে ব্যবসা করতে চাইলে দ্রুত মানচিত্র সংশোধন করে সঠিক মানচিত্র প্রকাশ করুন।

হোয়াটসঅ্যাপ যে ভিডিওটি টুইট করেছে সেটিকে রিটুইট করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সাবধান করে দেন মন্ত্রী। এর আগেও ভারতের ভুল মানচিত্র নিয়ে সরব হতে দেখা গেছে মন্ত্রীকে। গত ২৮ ডিসেম্বর জুমের সিইও এরিক ইউয়ান ভারতের একটি ভুল মানচিত্র টুইট করায় তাকেও দেশে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন চন্দ্রশেখর। পরে সেই টুইট মুছে দেন ইউয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.