কংগ্রেসের তরফে একটি পদযাত্রার আয়োজন করা হতে চলেছে। এই পদযাত্রায় তাঁরা শুধুমাত্র যে নিজের দলের নেতাদেরকেই শামিল করতে চেয়েছে তাই নয়। রাজ্য কংগ্রেস ওই পদযাত্রায় শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র ও দেবদূত ঘোষদের মতো ব্যক্তিত্বদেরও শামিল করতে চেয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই বাড়তে শুরু করল রাজনৈতিক তরজা।
কংগ্রেসের পদযাত্রায় বামমনস্ক তারকাদের সঙ্গ চায় কংগ্রেস, সম্প্রতি প্রকাশ্যে আসা খবরের ভিত্তিতে এমনটাই জানা গেল। উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রার অধীনে শামিল হওয়ার জন্য শুধুমাত্র তারকাদের নয়, ডাক দেওয়া হয়েছে বাম নেতাদেরকেও। সূত্রের খবর অনুযায়ী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
এই ইস্যুতে প্রদীপ ভট্টাচার্যর মন্তব্য, “রাহুল গান্ধী অখণ্ড ভারতবর্ষের ঐক্যের স্বার্থে সকলকে দলমত নির্বিশেষে শামিল হওয়ার আহ্বান করেছেন। আমরাও সেভাবেই প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছি”। এই প্রসঙ্গে শ্রীলেখা মিত্রর জানিয়েছেন যে, এই ব্যাপারে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ভাবনাচিন্তা করছেন যাওয়ার ব্যাপারে। অপরদিকে, বাদশা মৈত্রর বক্তব্য পদযাত্রার উদ্দেশ্যের সঙ্গে তিনি সহমত হওয়ায় কাজ থাকলেও সেই পদযাত্রায় তিনি শামিল হবেন।