মদ্যপান করে বা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন না পন্থ! ক্রিকেটারকে ‘ক্লিনচিট’ পুলিশের

ঋষভ পন্থের দুর্ঘটনার পর থেকেই একাধিক তত্ত্ব সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। কেউ বলছেন, পন্থ (Rishabh Pant) অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কেউ আবার বলছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার সম্ভবত মদ্যপ ছিলেন। তবে উত্তরাখণ্ড পুলিশ স্পষ্ট জানিয়ে দিল, পন্থের দুর্ঘটনা নিয়ে যা যা তত্ত্ব বাজারে ছড়াচ্ছে, সবটাই নেহাত ‘গুজব’। গাড়ি চালানোর সময় পন্থ না মদ্যপ ছিলেন, না তাঁর গাড়ি অতিরিক্ত গতিতে চলছিল।

পন্থের দুর্ঘটনার পরই একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যাতে দেখা যাচ্ছে, ঋষভের গাড়ি বেশ ভাল গতিতেই ডিভাইডারে ধাক্কা মারছে। স্থানীয়দেরও দাবি, ক্রিকেটারের গাড়িটি বেশ ভাল গতিতেই চলছিল। কিন্তু উত্তরাখণ্ড পুলিশের তরফে বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হল, পন্থের গাড়িটি গতির সীমা লঙ্ঘন করেনি। পুলিশ জানিয়েছে, আশেপাশের ১০টি স্পিড ক্যামেরা পরীক্ষা করে দেখেছে পুলিশ। কোনওটিতেই পন্থের গাড়ির অতিরিক্ত গতির প্রমাণ মেলেনি।

পন্থ যে মদ্যপ ছিলেন না, সেটা বোঝাতে একাধিক যুক্তিও দিয়েছেন উত্তরাখণ্ড পুলিশের এক শীর্ষ আধিকারিক। তাঁর কথায়,”পন্থ যদি মদ্যপ থাকতেন, তাহলে দিল্লি থেকে উত্তরাখণ্ড ২০০ কিলোমিটার গাড়ি নিজে চালিয়ে আসতে পারতেন না। রাস্তায় অনেক আগেই তাঁকে দুর্ঘটনার কবলে পড়তে হত।” ওই আধিকারিকের কথায়,”যে চিকিৎসক পন্থকে প্রথম চিকিৎসা করেছিলেন, তিনিও জানিয়েছেন ক্রিকেটার মদ্যপ ছিলেন না। পুরোপুরি স্বাভাবিক ছিলেন। তাছাড়া মদ্যপ থাকলে পন্থ ওই গাড়ির বাইরে বেরতেও পারতেন না।”

তবে উত্তরাখণ্ড পুলিশ ক্লিনচিট দিলেও পন্থের গাড়ি চালানো নিয়ে সংশয় কাটছে না। কারণ তাঁর বিরুদ্ধে আগেও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। চলতি বছরেই দু’বার তাঁর বিরুদ্ধে জোরে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করেছে পুলিশ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটি ভিডিও ঘোরাফেরা করছে। যাতে দেখা যাচ্ছে, পন্থের সতীর্থ শিখর ধাওয়ান নাকি অনেক আগেই তাঁকে গাড়ি সাবধানে চালানোর পরামর্শ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.