এই ক’দিন আগেই কলকাতা পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিঁথি মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের স্লোগান ছিল– ‘বাংলায় এনআরসি হতে দেব না।’ শুধু কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলাই নয়, বিজেপিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মমতা। কিন্তু বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে এনআরসি ইস্যুতে একেবারেই নরম মনোভাব দেখালেন তৃণমূলনেত্রী। শুধু নরম মনোভাবই নয়, কার্যত উল্টো সুরেই কথা বললেন তিনি। এতদিন বাংলায় এনআরসি নিয়ে সরব মমতা এদিন বললেন, ওটা অসমের ব্যাপার।
ঠিক এক সপ্তাহ আগে গত বুধবার, এনআরসি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, এনআরসির মাধ্যমে বাংলা থেকে দু’কোটি মানুষকে তাড়ানো হবে। এর জবাবে মমতা পাল্টা হুঁশিয়ারিতে বলেন, দু’কোটি তো পরের কথা, আগে বাংলার দু’জন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক! এনআরসি-র প্রতিবাদে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিছিল শেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সভাও করেন তিনি। মমতা বলেন, “বাংলায় এনআরসি হবে না। বাংলা কখনও মাথা নত করবে না।” এরপরই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলায় ২ কোটি তো দূরের কথা, আগে ২ জনের গায়ে হাত দিয়ে দেখাও।”
এদিন মমতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনআরসি ইস্যুতে কোনও আলোচনাই হয়নি তাঁর। সরকারের সঙ্গে সরকারের সেই আলোচনায় কোনও রাজনৈতিক ইস্যু ওঠেনি। সেই সঙ্গেই তিনি বলেন, “এনআরসি অসমের বিষয়। ওটা অসম অ্যাকর্ডে বলা আছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রের কোনও প্রস্তাব নেই।”