শ্রমিক মালিক অসন্তোষের জেরে প্রায় চার মাস আগে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি সদর ব্লকের আরিহান্ট ক্ষুদ্র চা বাগান। কাজ হারায় প্রায় দুই শতাধিক স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। শুক্রবার শহরের বান্ধব নাট্য সমাজে ত্রিপাক্ষিক বৈঠকের পর সিদ্ধান্ত হল নতুন বছরের প্রথম দিন থেকে বাগানের কাজ শুরু হবে।
এ দিন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, শ্রম দফতরের প্রতিনিধি এছাড়া শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে বৈঠক হল। ৬ অক্টোবর বাগান বন্ধ হয়েছিল। শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে বাগান বন্ধ করে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। তৃণমূল শ্রমিক নেতা স্বপন সরকার বলেন, “কাজ না থাকায় শ্রমিকরা খুবই সমস্যায় ছিলেন। আজ বৈঠকে সিদ্ধান্ত হয় নতুন বছরের ১ জানুয়ারি থেকে নতুনভাবে বাগানের কাজ শুরু হবে। বকেয়া টাকা দেবে বাগান কর্তৃপক্ষ। ২০২১-২২ সালের বোনাস সেটাও ফেব্রয়ারি মাসের মধ্যে দেবে সিদ্ধান্ত হয়। খুবই খুশির খবর।”
বাগানের শ্রমিক মায়া দাস বলেন, “মজুরি বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছিল। এরপর বাগান বন্ধ হয়ে যায়। বাগান খুলছে খুব ভাল খবর।” বাগান মালিক পক্ষের তরফে জানানো হয়, জানুয়ারি মাস থেকে বাগান চালু হচ্ছে।