প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর এবার সম্পূর্ণ ভাবে প্রশানিক হলেও তাঁর সফর ঘিরে বঙ্গ বিজেপির প্রস্তুতিও নেহাত কম নয়। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, জোকা অবধি মেট্রোরেলের সম্প্রসারণ, অত্যাধুনিক মডেলে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির কাজ শুরুর মতো একাধিক প্রকল্প শুক্রবার মোদীর হাতে উদ্বোধন হবার কথা। সেই প্রস্তুতি একেবারে সরেজমিনে খতিয়ে দেখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপির নেতৃত্ব। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তারা হাওড়া স্টেশনে যান প্রস্তুতি খতিয়ে দেখতে।
জানা গেছে, হ্যালিপ্যাড থেকে প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে যাবেন গাড়িতে। সেই সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন দলীয় কর্মীরা। কলকাতা, হাওড়া ও আশপাশের জেলার বিজেপি কর্মীরা এই জমায়েতে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হাওড়া স্টেশনে যান বঙ্গ বিজেপির নেতৃত্ব। তাড়াতাড়ি পুরো চত্বর ঘুরে দেখেন, কথা বলেন রেলওয়ে আধিকারিকদের সাথে। স্টেশন চত্বরেও বিজেপি কর্মী সমর্থকরা থাকবেন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সময়।
সুকান্ত মজুমদার জানান, বন্দে ভারত এক্সপ্রেস, জোকা অবধি মেট্রো সহ চার থেকে পাঁচটি প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসছেন। এই কর্মসূচি ঘিরে দলের কর্মীদের কাজ কি হবে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তা আলোচনা হয়েছে।”
মোদীর সফর ঘিরে ইতিমধ্যেই বিজেপির একাধিক ব্যানার ছেয়ে গেছে কলকাতা শহর জুড়ে। তাতে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে লেখা আছে “৩০ তারিখ আমি আসছি কলকাতায়”।