শুক্রবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, শেহজাদ পুনাওয়ালা এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইটারে শোক প্রকাশ করেছেন। রাজনাথ সিং লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মা হীরা বা-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু একজনের জীবনে এমন এক শূন্যতা তৈরি করে যা পূরণ করা অসম্ভব। এই শোকের মুহুর্তে আমি প্রধানমন্ত্রী এবং তাঁর পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি!’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও হীরাবেন মোদীকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইটারে একটি বার্তা লিখেছেন। তিনি বলেন, ‘ভক্তি, তপস্যা এবং কাজের ত্রয়ি, নরেন্দ্র মোদীর মায়ের চরণে শ্রদ্ধা, যিনি মোদীজির মতো একজন মহান ব্যক্তিত্ব তৈরি করেছিলেন। শ্রদ্ধেয় মা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন’।
প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।‘
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর মৃত্যু হয় শুক্রবার ভোর ৩.৩০ মিনিটে। তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।