নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ হল উত্তাল। এই জেলায় সম্প্রতি সমবায় সমিতির নির্বাচনের আয়োজন করা হয়েছিল। কিন্তু, সুষ্ঠুভাবে আর সম্পন্ন হল না এই নির্বাচন। নির্বাচন চলাকালীনই তৃণমূল, বাম ও কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধতে থাকা গেল।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা এলাকার চাঁদপুরে সমবায় সমিতির নির্বাচনে। জানা গেছে, তিন দলের কর্মীদের মধ্যে প্রথমে বিবাদ বেঁধে যায়, তারপরেই এই বিবাদ সংঘর্ষের রূপ নেয়। একইসঙ্গে অভিযোগ উঠেছে যে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা শূন্যে গুলি চালিয়েছে। পরে বোমাবাজিও হয় বলে অভিযোগ।
এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, “এটা পঞ্চায়েত নির্বাচনও নয়। স্থানীয় নির্বাচনেও যদি গুলি চলে, তাহলে বলতেই হবে রাজ্যে আইনশৃঙ্খলা নেই। পুলিশ নীরব দর্শক। মস্তানদের শাসনে পুলিশ চলছে”। অপরদিকে, বাম নেতার অভিযোগ, “প্রচণ্ড হাস্যকর একটা বিষয়। সমবায় সমিতির ভোটেও এভাবে বোমা-গুলি চালাচ্ছে। শাসকদল গুন্ডাবাহিনী নামিয়ে দিয়েছে। বিরোধীদের এজেন্ট, প্রার্থীদের মারধর করা হয়েছে। যে টেন্টে বসে ভোটের তদারকি করার কথা ছিল বিরোধীদের, সেখানেও তাণ্ডব চালানো হয়েছে। ভোটারদেরও ভোটদানে বাধা দেওয়া হয়েছে”।