Japan | Hajime Moriyasu: কাতারে হাজিমের জাপান দারুণ খেলেছে, এবার ছাব্বিশে নীল সামুরাইদের দায়িত্বে কে?

হাজিমে মোরিয়াসুর (Hajime Moriyasu) কোচিংয়ে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) জাপান দারুণ ফুটবল খেলেছে। জার্মানি ও স্পেনের মতো ইউরোপের মহাশক্তিধর দেশকে ঘোল খাইয়েছে ‘ব্ল্যু সামুরাই’। এখন প্রশ্ন ছাব্বিশের বিশ্বকাপে জাপানের দায়িত্বে কে থাকছে? কাতারে দারুণ ফুটবল খেলেও জাপান শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার কাছে হেরে গিয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার জানিয়ে দিল যে, পরের বিশ্বকাপেও মোরিয়াসুর ওপরেই ভরসা তাদের। হাজিমেই থাকছেন নীল সামুরাইদের কোচ। মোরিয়াসু জাপানের প্রথম কোচ হিসাবে পরপর দুই বিশ্বকাপের দায়িত্ব সামলাতে চলেছেন। 

মোরিয়াসুর কোচিংয়ে জাপান কাতার বিশ্বকাপের অভিযান শুরু করে জার্মানির বিরুদ্ধে। মোরিয়াসুর শিষ্যরা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমকে দিয়েছিল। এরপর এশিয়ান জায়ান্ট হেরে যায় কোস্টা রিকার কাছে। যদিও জাপান দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় স্পেনের বিরুদ্ধে। বিতর্কিত এই ম্যাচে স্পেনকে হারিয়ে জাপান শেষ ষোলোর টিকিট সংরক্ষণ করে ফেলে। ক্রোয়েশিয়ার কাছে হেরে জাপানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। ম্যাচের পর মোরিয়াসু বলেছিলেন, ‘আমার মনে হয় না জাপান চাপের কাছে মাথা নত করেছে। যারা ১২০ মিনিট খেলেছিল, তারাই পেনাল্টি নেওয়ার মতো সাহসি ছিল। ওদের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাব। তবে ওই ভয়ংকর চাপে ওরা ক্লান্ত হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম। এই ফলাফল দুর্ভাগ্যজনক। খেলোয়াড়দের প্রচেষ্টাকে খাটো করে দেখার জায়গা নেই কোনও। শেষ আটে ওঠার বেড়া টপকতে পারলাম না। তবে ফুটবলরারা দেখিয়ে দিয়েছে যে, নতুন প্রজন্মের জাপান তৈরি হয়ে গিয়েছে। আমরা দুই বিশ্বচ্যাম্পিয়ন-জার্মানি ও স্পেনকে হারিয়েছি। আমাদের যোগ্যতার ওপর আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের লক্ষ্য হবে ছাপিয়ে যাওয়া। আমার মনে জাপানের ফুটবল ভবিষ্যৎ কঠিন হতে চলেছে।’ এখন দেখার  মোরিয়াসুর কোচিংয়ে জাপান ছাব্বিশের বিশ্বকাপে কী ফুল ফোটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.