তাওয়াং সংঘাত অস্থির পরিস্থিতি তৈরি করেছিল দুই দেশেই। প্রথমে গালওয়ান ও পরে তাওয়াং সংঘাত, দুই দেশের সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করেছিল। সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা জন্ম নেওয়ার মাঝেই কূটনৈতিক সুর বদল হতে দেখা গেল বেজিং-এর। ভারত সরকারের কাছে চাপে পড়ে অবশেষে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিতে দেখা গেল চিনকে। সম্প্রতি চিনের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশ্যে আসা এক বিবৃতিতে এমনই প্রতিক্রিয়া জাহির করল চিন।
চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, “চিন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চিন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও দৃঢ়তার জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত”।
তাওয়াং সংঘাতকে কেন্দ্র করে রাজনাথ সিং বলেছিলেন, “ভারতের কোনও সৈন্য এই সংঘর্ষে মারা যায়নি এবং কেউ গুরুতর জখম হয়নি। ভারতীয় সামরিক কমান্ডাররা সময়মত হস্তক্ষেপ করায় পিএলএ জওয়ানরা তাদের জায়গায় ফিরে যায়। ঘটনার পরে এলাকার স্থানীয় কমান্ডার ১১ ডিসেম্বর চিনা প্রতিপক্ষের সঙ্গে একটি পতাকা বৈঠক করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনা করেন। চিনা পক্ষকে এই ধরনের পদক্ষেপ করতে বারণ করা হয়েছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। বিষয়টি চিনের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও তোলা হয়েছে”।