ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মূলত বোরখা পরা হয়। সৌদি আরবে ‘আবায়া’। অনেকে হিজাবের নিচে পরেন। লম্বা, ঢোলা। মুখ-সহ সারা শরীর ঢাকা পড়ে যায়। বোরখার মতোই। সৌদি আরবে পরীক্ষাকেন্দ্রের মধ্যে আপাদমস্তক ঢাকা ঢোলা পোশাকটি পরতে পারবে না ছাত্রীরা। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে সৌদি এডুকেশন অ্যান্ড ট্রেনিং এভালুয়েশন কমিশন।
সৌদির শিক্ষামন্ত্রক সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এডুকেশন ও ট্রেনিং কমিশনের তরফে পরীক্ষার হলে ছাত্রীরা আবায়া পরে ঢুকতে পারবেন না। এবার থেকে স্কুল ইউনিফর্মই পরতে হবে। তবে পথেঘাটে সৌজন্য বজায় রাখার জন্য আবায়া পরতে পারেন।
শিক্ষাকেন্দ্রে হিজাব পরা নিয়ে এখনও স্থির সিদ্ধান্তে আসতে পারেনি কেরলের প্রতিষ্ঠানগুলি। এই সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন সুপ্রিম কোর্টে। যদিও তারই মধ্যে কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের হিজাব পরে স্কুল, কলেজে আসা নিষিদ্ধ করেছে। অন্যদিকে ইরানে হিজাব পরার বিরোধিতায় প্রতিবাদ চলছে। আন্তর্জাতিক মহলে সেই বিদ্রোহের আঁচ ছড়িয়ে পড়েছে।
এই অবস্থায় খোদ সৌদির স্কুল কলেজে নিষিদ্ধ হয়ে গেল আবায়া। বলা হল, ইউনিফর্মই পরতে হবে। এখন ভারত কী পদক্ষেপ করে সেটাই দেখার!