বড়দিনের উৎসবের আড়ালে ধর্মান্তকরণ! এমনই অভিযোগে প্রার্থনাসভায় হামলা চালাল হিন্দুত্ববাদীরা। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের ঘটনা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ৬ জনকে আটক করে পুলিশ। পরে ছেড়েও দেওয়া হয়।
উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উত্তরকাশী জেলার ছোট্ট গ্রাম পুরোলা। শুক্রবার দুপুরে সেখানে বড়দিনের উৎসব চলছিল। প্রার্থনার দায়িত্বে ছিলেন পাস্তুর ল্যাজারাস কর্নেলিয়াস ও তাঁর স্ত্রী সুষমা কর্নেলিয়াস। দুজনই ইউনিয়ন চার্চের সদস্য। জানা গিয়েছে, গ্রামে বড়দিন উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল।
অভিযোগ, প্রার্থনাসভার আড়ালে চলছিল ধর্মান্তকরণ। টার্গেট করা হয় এলাকার হিন্দুদের। এই খবর ছড়িয়ে পড়তেই জনা তিরিশ যুবক লাঠি, ধারাল অস্ত্র নিয়ে প্রার্থনাসভায় হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে ৬ জনকে আটক করে পুলিশ। তার মধ্যে আক্রান্ত কর্নেলিয়াস দম্পতিও ছিল। পরে অবশ্য় ছজনকেই ছেড়ে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটমাট করে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উত্তরাখণ্ড সরকার শুক্রবার বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা সংশোধনী আইন পাশ করিয়েছে। এই আইন অনুযায়ী, জোর করে ধর্মান্তকরণের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের জেলের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা যাবে। সেই সঙ্গে তাকে জরিমানা করা হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত।