বিজাপুরে জওয়ানের উপর হল হামলা। এই হামলা মাওবাদীর তরফে হয়েছে বলে জানা গেছে। হামলার জেরে উক্ত ডিআরজি জওয়ান বীরগতিপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি মূলত ছুটি কাটাতে নিজের গ্রামে গিয়ে তিনি প্রাণ হারালেন।
মৃত জওয়ান বিজাপুর জেলার মিরতুর থানা এলাকার বাসিন্দা। ডিআরজি পদে কর্মরত আসারাম কাদতি রাজনন্দগাঁও জেলার কাজে নিযুক্ত ছিলেন। ছুটির সময়ে মিরতুর গ্রাম অবস্থিত নিজের বাড়ি গেলে মাওবাদী হামলার শিকার হতে হয় তাঁকে।
সূত্রের খবর অনুযায়ী, মন্দির পাড়ায় থাকাকালীন তাঁর উপরে একদল জওয়ান হামলা করে। এই হামলার জেরে জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে গেলে মাওবাদীরা তাঁকে মৃত ভেবে পালিয়ে যায়। তবে, সেই মুহূর্তেও জওয়ান বেঁচে ছিলেন। মাথায় চোট লেগে তিনি গুরুতরভাবে আহত হয়ে গেছিলেন। সেই অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য উদ্ধার করে প্রথমে নেলসনারা কমিউনিটি হেলথ সেন্টারে ও পরে জগদলপুরে নিয়ে যাওয়া হলেও, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।