বড়দিনে আক্রান্ত বাংলার পুলিশ। পিকনিক চলছিল। তার সঙ্গেই ঢুকু ঢুকুও। সেই মদ্যপদের হাতে আক্রান্ত সাত সাতজন পুলিশকর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা এলাকার ক্ষীরপাইয়ের ঘটনা।
শীলাবতী নদীর ধারে পিকনিকের আসর বসেছিল। তুমুল হইচই। একেবারে যেন আনন্দের হাট বসেছে। বড়মা কালী মন্দির লাগোয়া এলাকায় পিকনিক করছিলেন কয়েকজন। একের পর এক পিকনিকের আসর বসেছিল নদীর পাড়ে। খাওয়া দাওয়াও চলেছিল পুরোদমে। এদিকে সেখানে ঘাটালের মনসুকা এলাকা থেকেও কয়েকজন এসেছিলেন। তাদের মধ্যে কয়েকজন যুবক মত্ত অবস্থায় নাচানাচি করছিলেন। আর মদ্যপ অবস্থায় তারা মহিলাদের নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলছিলেন বলে অভিযোগ।
এদিকে এনিয়ে পিকনিকের অপর দলের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। এরপর তাদের সঙ্গে হাতাহাতিও শুরু হয়ে যায়। চরম উত্তেজনা ছড়ায় পিকনিক স্পটে। এদিকে মারপিটের খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির লোকজন ঘটনাস্থলে যায়। এদিকে তাতেও মদ্যপ যুবকদের থামানো যায়নি। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। মদ্যপ যুবকরা এবার পুলিশকর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতেও তারা ভাঙচুর করে বলে অভিযোগ। একাধিক পুলিশ কর্মী জখম হন এই ঘটনায়।