পড়ুয়াদের সান্তাক্লজ সাজার ব্যাপারে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রত্যেক স্কুলে চিঠি পাঠিয়ে ফতোয়া জারি করল বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দু সংস্কৃতির উপরে আঘাত হানা অভিযোগ তুলে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে হুঁশিয়ারি দিল বিশ্ব হিন্দু পরিষদ।
জানা গেছে, ভোপালের বিভিন্ন স্কুলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। ভোপালের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে সম্প্রতি ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয় সান্তাক্লজ সেজে আসার জন্য এবং সঙ্গে ক্রিসমাস ট্রি নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব হিন্দু পরিষদের তরফে হুঁশিয়ারি দিয়ে পাঠানো হয় চিঠি।
সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারা গেছে চিঠি সংক্রান্ত তথ্য। চিঠিতে লেখা, “এটা আমাদের হিন্দু সংস্কৃতির উপর আঘাত। খ্রিস্টান ধর্ম নিয়ে হিন্দু পড়ুয়াদের অনুপ্রাণিত করার ষড়যন্ত্র চলছে”। চিঠিতে আরও লেখা, “আমাদের হিন্দু বাচ্চাদের রাম সাজা উচিত। কৃষ্ণ সাজা উচিত। গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু গোবিন্দ সিংহ সাজা উচিত। সকলের বিপ্লবী, মহান ব্যক্তি হওয়া উচিত। কিন্তু সান্তা হওয়া কখনওই উচিত নয়”।