আগেই সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। বড়দিনের জমায়েতে স্থানীয় হিন্দুদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠল এক যাজকের বিরুদ্ধে। রাতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলায়। বড়দিন উপলক্ষে রবিবার পটওয়াই থানার অন্তর্গত সোহনা গ্রামে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বেশ কিছু তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির মানুষজনকে খ্রিষ্টধর্মে দীক্ষা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে যাজক পৌলাস মসিহর বিরুদ্ধে। এরপরেই থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে রবিবার রাতেই ওই যাজককে গ্রেফতার করে।
অভিযুক্ত যাজকের বিরুদ্ধে উত্তর প্রদেশ প্রহিবিশন অফ আনলফুল কনভার্সন, ২০২১ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, রাজীব যাদব নামে এক গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পটওয়াইয়ের স্টেশন হাউজ অফিসার হরেন্দ্র যাদব অভিযুক্ত যাজককে গ্রেফতার করেছেন।